বাসস
  ২৬ অক্টোবর ২০২৫, ২০:০২

জনসংখ্যা গবেষণা ও পরিকল্পনা প্রণয়নে ঢাবি-ইউএনএফপিএ চুক্তি স্বাক্ষরিত

ছবি : বাসস

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জনসংখ্যাবিষয়ক গবেষণা, উন্নয়ন ও জ্ঞান ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর মধ্যে একটি নতুন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে।

আজ রোববার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু হাসানাত মোহাম্মদ কিশোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই অংশীদারিত্ব চুক্তির আওতায় ‘স্ট্রেনদেনিং রিসার্চ এন্ড নলেজ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি অব দ্য ডিপার্টমেন্ট অব পপুলেশন সায়েন্স, ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

এটি জাতীয় নীতি নির্ধারণে তথ্য এবং জনসংখ্যাগত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূূর্ণ পদক্ষেপ।
 
বাংলাদেশ সরকার এবং ইউএনএফপিএ যৌথভাবে এই প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এই প্রকল্পের লক্ষ্য মানসম্পন্ন গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগকে একটি জাতীয় উৎকর্ষ কেন্দ্রে রূপান্তরিত করা।
 
আন্তঃপ্রজন্মগত সংলাপ আয়োজন, জনসংখ্যাগত লভ্যাংশ, প্রজনন প্রবণতা, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, বাল্যবিবাহ এবং নগরায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এই প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

এই চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং গবেষণা প্রতিবেদন তৈরিতে ইউএনএফপিএ-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে। 

প্রকল্পটি জাতীয় উন্নয়ন এজেন্ডা, জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিপিডি) কর্মসূচি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তরুণ গবেষকদের সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।