শিরোনাম

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। সমাজ ও রাষ্ট্রের কল্যাণেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আমরা চাই মাদরাসাগুলো থেকে যোগ্য আলেম তৈরির পাশাপাশি যোগ্য জনবল তৈরি হোক। তারা অন্যায়, অনিয়ম ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অবদান রাখুক। এক্ষেত্রে দেশের মাদরাসা শিক্ষকগণের অবদান অনেক বেশি।
আজ রোববার সিলেটের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভাগের সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন অধ্যক্ষ মাহমুুদুল হাসান, অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমাইদী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ কুতুবুল আলম, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা মোঃ আলী আক্কাস মোল্লা, অধ্যক্ষ মাওলানা ফজলুল হাসান মোঃ ইউসুফ আলী, অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম প্রমুখ।
মতবিনিময় সভায় প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেন, সময়োপযোগী দক্ষ জনশক্তি সৃষ্টির মাধ্যমে নৈতিক সমাজ গঠনে কাজ করছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বৈষম্যহীন নৈতিক সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত মাদরাসা শিক্ষায় একইসাথে আধুনিক, যুগোপযোগী ও ধর্মীয় শিক্ষা বিরাজমান।
প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকতাকে পেশার পাশাপাশি ইবাদত হিসেবে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে মাদরাসা শিক্ষার গুরুত্ব ব্রান্ডিং করতে হবে। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে জীবনে সাফল্য অর্জনে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে ক্লাসমুখী করতে হবে। দায়িত্বকে ইবাদত হিসেবে মনে করে মাদরাসা শিক্ষায় অবদান রাখার জন্য তিনি সকল শিক্ষকদের প্রতি আহ্বান জানান।