শিরোনাম

\ মাহ্ আলম \
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ অক্টোবর, ২০২৫(বাসস) : সাম্প্রতিক এক গবেষণায় ফেলোডিপিনের মতো হৃদরোগের ওষুধ আরও দক্ষতার সাথে প্রয়োগে সক্ষম একটি অভিনব ন্যানোম্যাটেরিয়াল উদ্ভাবন করা হয়েছে, যা হৃদরোগীদের জন্য নতুন আশার আলো জাগিয়েছে।
রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রির ন্যানোস্কেল জার্নালে প্রকাশিত এই গবেষণায় গ্যালিয়াম নাইট্রাইডভিত্তিক উপাদানের ওপর আলোকপাত করা হয়েছে। এটি মানবদেহে নিরাপদে ফেলোডিপিন বহন ও নিঃসরণ করতে পারে।
ফেলোডিপিন উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগের চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহার হয়।
গবেষণা দলে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার; বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস এবং সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অলি উর রহমান; যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির মো. কাজী রোকনুজ্জামান; যুক্তরাষ্ট্রের রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ডি. এম. সাদুজ্জামান; ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ সাদিকুর রহমান; যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে মুজাক্কির আমিন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির সৈয়দ মেহেদী হাসান।
কোনটি ফেলোডিপিন সবচেয়ে কার্যকরভাবে বহন করতে পারে তা নির্ধারণ করতে গবেষকরা উন্নত কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে তিনটি ন্যানোম্যাটেরিয়াল- বোরন নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড এবং গ্যালিয়াম নাইট্রাইড এর- তুলনা করেছেন।
গবেষণায় দেখা গেছে যে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন (GaNF)ওষুধের সাথে সবচেয়ে শক্তিশালী এবং স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিতভাবে ফেলোডিপিন নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে।
গবেষণায় দেখা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন ওষুধের সঙ্গে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে স্থিতিশীল বন্ধন তৈরি করে, যা নিয়ন্ত্রিত নিঃসরণ এবং উন্নত চিকিৎসা কার্যকারিতা প্রদর্শন করে।
গবেষণায় আরো জানা গেছে, গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন কাছাকাছি-ইনফ্রারেড আলোতে ভালো সাড়া দেয়, যা মানবদেহে টিস্যুতে প্রবেশ করতে পারে। এর ফলে শরীরের মধ্যে ওষুধের গতিবিধির রিয়েল-টাইম ট্র্যাকিং সম্ভব হয়।
সংশ্লিষ্ট গবেষক অলিউর রহমান বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে— ফেলোডিপিনের মতো কার্ডিওভাসকুলার ওষুধের জন্য একটি শক্তিশালী এবং স্থিতিশীল ন্যানোক্যারিয়ার হতে পারে গ্যালিয়াম নাইট্রাইড ফুলেরিন।
তিনি আরো বলেন, উপাদানটির জৈব-সামঞ্জস্যতা এবং অ-বিষাক্ত প্রকৃতি নিরাপদ ও নিয়ন্ত্রিত ওষুধ সরবরাহ নিশ্চিত করে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই ফলাফল ভবিষ্যতে নিরাপদ এবং আরো নিখুঁত ওষুধ সরবরাহ মডেলের পথ দেখাতে পারে।
অধ্যাপক ড. মো. কবির উদ্দিন সিকদারের তত্ত্বাবধানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োফিজিক্স ল্যাবরেটরিতে এই গবেষণাটি করা হয়।