বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৬:১১

নড়াইলে নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি : বাসস

নড়াইল, ২২ অক্টোবর ২০২৫(বাসস): জেলায় আজ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসন ও বিআরটিএ নড়াইলের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি একই স্থানে এসে শেষ হয়।

এ কর্মসূচিতে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহীউদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মো. রোস্তম আলী, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মো. ফরহাদ হোসেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম বিশ্বাস,নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর নেতৃবৃন্দসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।