বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৪

বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ

৩১ দফা বাস্তায়নে বুধবার দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় লিফলেট ও টি-শার্ট বিতরন করা হয়। ছবি : বাসস

হবিগঞ্জ, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তায়নে জেলায় লিফলেট ও  টি-শার্ট বিতরন করা হয়েছে।

আজ বুধবার  দুপুরে শহরের সাইফুর রহমান টাউন হল এলাকায় যুক্তরাজ্য যুবদলের সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমেদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ছালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল উদ্দিন সেলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাছ উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদে চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদর উপজেলা স্বেচছাসেবককদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণর সম্পাদক জিললুর রহমান সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে সাধারণ জনগনের কাছে তারেক রহমানের ৩১ দফার লিফলেট ও টি-শার্ট বিতরণ করা হয়।