বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৪

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুমিল্লায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। ছবি: বাসস

কুমিল্লা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আজ পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ উদ্যোগে বুধবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে “মানসম্মত হেলমেট নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যে দিবসটি উদযাপিত হয়েছে।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম। 

এতে প্রধান ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামসহ পরিবহন মালিক সমিতি, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, চালক সংগঠনের প্রতিনিধি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে অসচেতনতা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও নিয়ম না মানার কারণে। শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে নিয়মিত প্রশিক্ষণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা জোরদারের আহ্বান জানান।

প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, সরকার বিভিন্ন আইন, নিয়ম ও সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে, তবুও মৃত্যুর মিছিল থামছে না। যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়লেই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, চালকদের মানসম্মত প্রশিক্ষণ, রাস্তার মান উন্নয়ন ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে আমরা নিরাপদ সড়ক গড়ে তুলতে পারি। জনসচেতনতা ও সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হবে না।