বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৫

ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস পালিত

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঝিনাইদহ, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আজ নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। 

ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় জেলা প্রশাসন, ট্র্যাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা  শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ বিআরটিএর ইন্সপেক্টর সজিব সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, সড়কে শৃঙ্খলা মেনে চলার মধ্য দিয়ে আমরা আমাদের সভ্যতাকে এগিয়ে নেবো। সড়কে চলার সময় ভাবতে হবে, আপনার পরিবার আছে, তারা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। আইন প্রয়োগ করে কেবল সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা কঠিন। তাই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সড়ক আইন মেনে নিরাপদ গতিতে যানবাহন চালনা করতে হবে। পথচারীসহ সবাইকে সচেতনভাবে রাস্তা পারাপার হতে হবে। একে অপরকে সচেতন করতে হবে।

সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার প্রসেনজিৎ সাহা, সহকারী কমিশনার মো. তানভীর ইসলাম সাগর, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সড়ক ও জনপথ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, ঝিনাইদহ বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক লিটন বিশ্বাস, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস। এসময় পরিবহণ শ্রমিক, মালিক, বাইকার্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।