বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ১৭:১৩

খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত। ছবি: বাসস

খুলনা, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এ প্রতিপাদ্যে আজ খুলনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে খুলনার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। পরিসংখ্যান বিষয়টি সংখ্যাতে রূপান্তর করা হয়। আমরা যেকোন সংখ্যাতে এটি গণনা করে থাকি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। আমাদের পরিসংখ্যান যত ভালো হবে এবং পরিসংখ্যান দপ্তর যত সম্পৃক্ত হবে আমরা ততোই ভালো করবো। 

তিনি আরও বলেন, বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত। বর্তমানে আধুনিক সফটওয়ার ও নতুন নতুন ডিভাইস উদ্ভাবনের ফলে খুব দ্রুত বিশ্বের যেকোন তথ্য পেয়ে থাকি। যে দেশ পরিসংখ্যানের দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খাইরুল আলম। 

এতে স্বাগত বক্তব্য দেন, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. আব্দুল খালেক। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মো. আইয়ুব হোসেন।

এর আগে দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।