বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:১৫
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৪:৫১

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর গণফোরামের

রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে গণফোরাম প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম।
আজ দুপুর সাড়ে বারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হয়ে দলটির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

এ সময়, সেখানে উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমানসহ পাঁচজন সদস্য।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশন এর সভাপতি ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষরিত হয় বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’।

তবে, সেদিন আয়োজনে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরামের প্রতিনিধিরা। আজ গণফোরামের স্বাক্ষরের মধ্য দিয়ে মোট ২৬ টি রাজনৈতিক দলের সম্মতি এই সনদে অঙ্কিত হলো।