শিরোনাম
জয়পুরহাট, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে জয়পুরহাট পৌরসভায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার উদ্যোগে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-এলজিইডি’র সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ র্যালি করা হয়।
এটি পৌর চত্বর থেকে বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মোহাইমেনা শারমীন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা, পৌরসভার উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান ও পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুল করিম।