বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড

ভোলা, ১৬ অক্টোবর, ২০২৪ (বাসস): সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় ২১ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা মৎস্যদপ্তর জানায়, আটক জেলেদের মধ্যে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৩ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান উজ্জামান। অভিযানকালে ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও নৌবাহিনী এবং কোস্টগার্ডের দায়িত্বশীলরা।