শিরোনাম
ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত করা হবে এবং ২২ অক্টোবরের পর সম্পূর্ণরূপে এর সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
গতকাল বুধবার দুপুর তিনটা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইইউ) শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তার জরুরিভাবে মেরামতের প্রয়োজনীয়তা তুলে ধরে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে। এরপর জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত রাস্তা জরুরিভাবে মেরামতের আশ্বাস দেন।
জরুরিভাবে রাস্তা মেরামতের বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে আইইউ’র শিক্ষার্থীরা আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সাময়িকভাবে মহাসড়ক অবরোধ করে।
এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারাও এই বিক্ষোভে যোগ দেন।
তবে জেলা প্রশাসকের আশ্বাস পাওয়ার পর, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়।