শিরোনাম
লক্ষ্মীপুর, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস) : নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে মেঘনায় ‘মা’ ইলিশ ধরার দায়ে দুইজনকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জামশেদ আলম রানা অভিযুক্ত এ দুই জেলেকে এক মাস করে বিনশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলো, রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী (৪০) ও সদর উপজেলার চররমনী মোহন এলাকার মহরম আলীর ছেলে শিপন (৪৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে মজুচৌধুরীরহাট এলাকার মেঘনা নদীতে মাছ শিকারের খবর পেয়ে ভোররাতে ওই এলাকায় মৎস্য অফিসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনাকারী টিমের ওপর জেলেরা হামলা চালায়। এতে দুইজন আহত হয়। পরে ঘটনাস্থল থেকে দুই জেলে আটকসহ একটি নৌকা জব্দ করে মৎস্য বিভাগ।
উল্লেখ্য, মেঘনায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত করণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।” এসময় নদী ও উপকূলে টহল ও নজরদারি রাখা হচ্ছে।