বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৮

এইচএসসি পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫.৮৮

ফাইল ছবি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অবস্থিত আটটি কেন্দ্রে  ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে। 

এ কেন্দ্রগুলোতে ২৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। পাসের হার ৯৫. ৮৮ শতাংশ। পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী ফেল করেছেন।

আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হয় ১৯ আগস্ট। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১১ হাজার ৪৪৬ জন ছাত্র এবং ৬ লাখ ২৪ হাজার ২১৫ জন ছাত্রী।