শিরোনাম
সুনামগঞ্জ, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।
অভিযানে একটি বালুভর্তি বারকি নৌকা জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় দেওয়া হয়। স্থানীয় জনসাধারণকে নদীর পাড়ের মাটি রক্ষায় সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। অভিযানে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক।
তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, নদীর পাড় সুরক্ষায় ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।