শিরোনাম
চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের হাটহাজারীতে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা অপি দাশ ও তানিম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আফসার উদ্দিন নামে একজনকে গ্রেফতার করছে পুলিশ।
বুধবার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। ঘটনার সময় আফসার উদ্দিনও আহত ছিলেন। তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার সুজন কলোনিতে বসবাস করে আসছিলেন।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি হাতাহাতিতে পরিণত হয় এবং অপি দাশ ও তানিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সংশ্লিষ্ট যুবকরা। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অপি দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে পাঠানো হয়। আজ বুধবার সকালে তানিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, পুলিশ এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। এই হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও নেপথ্যে জড়িতদের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।