শিরোনাম
জামালপুর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : মা ইলিশ মাছ সংরক্ষণে গত ১০ দিনে জেলায় অভিযান চালিয়ে এক লাখ ৪ হাজার ৭০০ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
আজ বুধবার জেলা মৎস্য কর্মকর্তা এএনএম আশরাফুল কবির জানান, ইলিশ মাছের প্রধান প্রজনন সময় গত ৪ অক্টোবর থেকে নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ৬৪টি অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে ১৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের এক লাখ ৪ হাজার ৭০০ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ ও ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এই সময়ের মধ্যে মৎস্য বিভাগ নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করেছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞার সময় ইসলামপুরে ২ হাজার ৬২৬টি পরিবারে, দেওয়ানগঞ্জে ৪ হাজার ৮৪টি পরিবারে, সরিষাবাড়ীতে ১ হাজার ৭৩০টি পরিবারে এবং মাদারগঞ্জে ১ হাজার ৮৬৬টি পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।