বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

টাঙ্গাইলে আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত। ছবি : বাসস

টাঙ্গাইল, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় আজ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সরকারি পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ প্রমুখ।

আলোচনা সবার শেষে জেলা প্রশাসক ৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করেন।

এর আগে, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি আদালত চত্ত্বর সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।