শিরোনাম
শরীয়তপুর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : শরীয়তপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, সাংবাদিক মজিবুর রহমান, জামায়াতে ইসলামের জেলা আমির মাওলানা হাসেমী ও নায়েবে আমির মাওলানা মকবুল হোসেন, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ইমরান আল নাজির, সাংবাদিক আবুল হোসেন সরদার প্রমুখ।
সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ বিভাগীয় দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন অংশ নেন। সভায় মাদক, শিশু হত্যা ও বাল্য বিয়ে প্রতিরোধ এবং মা ইলিশ নিধন ও বিক্রয় বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক তার বক্তব্যে ইলিশ সংরক্ষণে আরও বেশি অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।