বাসস
  ১১ অক্টোবর ২০২৫, ২০:৩৪

মাদারীপুরে ইলিশ সংরক্ষণ অভিযানকালে ২৪ জনের কারাদণ্ড 

মাদারীপুর, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার শিবচর উপজেলায় পদ্মানদী থেকে ইলিশ শিকারের দায়ে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১০ জনকে ১৬ দিন এবং ১৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। 

এছাড়াও অভিযানকালে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

শুক্রবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে অভিযুক্তদের কারাদণ্ড প্রদান করেন।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা আমান্য করে মাছ ধরা বন্ধে নদীতে নিয়মিত উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। শুক্রবার বিকেল থেকেদিবাগত  রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরও জানান, অভিযানকালে প্রায় ২০ হাজার মিটার জাল জব্দ এবং ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এসব জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস এবং মাছ দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।