বাসস
  ০৯ অক্টোবর ২০২৫, ২০:২৫

মেহেরপুরে ছাত্রদলের মিছিল-সমাবেশ 

আজ মেহেরপুরে ছাত্রদলের মিছিল-সমাবেশ । ছবি : বাসস

মেহেরপুর, ৯ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয়তাবাদী ছাত্রদল ‘আমার প্রথম ভোট বাংলাদেশের পক্ষে, আমার প্রথম ভোট ধানের শীষের পক্ষে’ শীর্ষক স্লোগান দিয়ে সমাবেশ ও মিছিল করেছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরের নেতৃত্বে একটি মিছিল সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের কাথুলী বাসস্ট্যান্ডে মোড়ে শেষ হয়। মিছিলের আগে কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

এ সময় আরও বক্তব্য রাখেন- মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজু প্রমুখ।