বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৩

আগামী ১২ অক্টোবর থেকে বরিশাল নগরীতে টিকাদান শুরু, ৯৭ হাজার শিশু পাবে এ টিকা

বরিশাল, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অংশ হিসেবে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। 

আজ বুধবার বরিশাল নগরভবনে এক সংবাদ সম্মেলনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার এ তথ্য জানান। 

তিনি বলেন, প্রথম দিন (১২ অক্টোবর) বরিশাল জেলা স্কুলে আনুষ্ঠানিকভাবে ৩০ দিনব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এই টিকাদান কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি বা সমমান শ্রেণির শিক্ষার্থীদের ১ ডোজ টিসিভি টাইফয়েড টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইনের সময়সূচি: ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনব্যাপী টিকাদান। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত কমিউনিটিতে ৮ দিনব্যাপী টিকাদান। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

এই ক্যাম্পেইনে স্কুল পর্যায়ে ৬৫ হাজার ৫০৭ জন শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে ৩২ হাজার ৬৯ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট লক্ষ্যমাত্রা ৯৭ হাজার ৫শ ৭৬ জন শিশু।

যেসব শিশু নির্ধারিত ক্যাম্পেইনে অংশ নিতে পারবে না, তারা পরে বরিশাল সিটি কর্পোরেশন ইপিআই ভবন, নগর মাতৃসদন, নগর স্বাস্থ্য কেন্দ্র, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও জেলা সদর হাসপাতাল থেকে টিকা নিতে পারবে।

সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছে, ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ সফলভাবে বাস্তবায়ন ও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মনজুরুল ইসলাম শুভ্র প্রমুখ।