বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৫

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

জেলার পাইকগাছায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

খুলনা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : 'আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি' এ প্রতিপাদ্যে জেলার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। 

এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।