বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৫

মাদারীপুরে টাইফয়েডের টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা 

আজ মঙ্গলবার মাদারীপুরে টাইফয়েডের টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা । ছবি : বাসস

মাদারীপুর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ উপলক্ষে সংবাদকর্মীদের জন্য এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত 

প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। 

জেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন সভায় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরনভার প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ভাস্কর সাহা, সহকারী তথ্য কর্মকর্তা বেনজির আহমেদ, সিভিল সার্জন প্রতিনিধি এসএম খলিলুজ্জামান হিমু প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। সভায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইনের সময়সূচি ও তথ্য প্রচারের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।