শিরোনাম
মেহেরপুর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার কালাচাঁদপুরে ভৈরব নদ থেকে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।
সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম জানান, ভৈরব নদের কালাচাঁদপুর অংশে অভিযান চালিয়ে দুই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন নাহার আঁখি, মীর জাকির হোসেন, এবং সদর থানা পুলিশের একটি দল।