শিরোনাম
ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ খ্যাতনামা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আগামীকাল ৮ অক্টোবর, বুধবার, সন্ধ্যা ৭টায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এতে আরো উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী আয়োজন করেছে।
স্মরণীয় এই সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ ও ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রপৌত্র সিরাজ আলী খান।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
এরপর খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অসিত দে। সমবেত সঙ্গীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন— অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)।
রাত ৮টা ১০ মিনিটে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দী পরিবেশনা উপস্থাপন করবেন।
ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করবেন নাসির আলী মামুন।
এরপর সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
রাত ৮টা ৫০ মিনিটে সরোদ বাজাবেন সিরাজ আলী খান, তবলা সঙ্গতে থাকবেন আর্চিক ব্যানার্জী।
উল্লেখ্য, ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন এক কিংবদন্তি বাঙালি সরোদ বাদক, সুরকার ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক শিক্ষক, যিনি সরোদকে বিশ্ব দরবারে পরিচিত করেছেন।
তিনি মাইহর ঘরানার স্রষ্টা ও বিশ্ববিখ্যাত সঙ্গীতগুরু হিসেবে পরিচিত। তার এই অবদানের জন্য তাকে ‘সুর সম্রাট’ উপাধি দেওয়া হয়েছিল।
তিনি ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতা সদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ ছিলেন একজন সঙ্গীতশিল্পী।