বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৫:৫০

যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত। ছবি : বাসস

যশোর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়।

বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। পরে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 

জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাজিবুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল।

অন্যদের মধ্যে যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি নাজমুস হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক আতাহার ইসলাম, এডাবের সহ-সভাপতি শাহজাহান নান্নু বক্তব্য রাখেন।

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এবং স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।