শিরোনাম
পিরোজপুর, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : "একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে" এ প্রতিপাদ্যে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।
জেলার ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমাজসেবা কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, সামাজিক সংগঠক এরিক এর নির্বাহী পরিচালক মো.মাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিবর্গ শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।