শিরোনাম
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারীর ক্ষমতায়ন কেবল নীতিতে নয়, বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে। তিনি বলেন, দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীর নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা (জিআইজেড)-এর কারিগরী সহায়তায় রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী আয়োজিত ‘হারআইজন ফেস্ট ২০২৫: সেলেব্রেটিং ওমেন, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’-এর উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন তখনই সম্ভব, যখন তারা শুধু প্রশিক্ষণ ও কর্মসংস্থানে নয়, নীতিনির্ধারণী পর্যায়েও সক্রিয় ভূমিকা রাখবেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারী শ্রমিকরা বিশেষ করে গার্মেন্টস খাতে দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখছেন, যা সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীর নিরাপদ কর্মপরিবেশ, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত (উপদেষ্টা পদমর্যাদা) লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় নারীরা কেবল অংশগ্রহণকারী নয়, বরং অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন ও কর্মক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের যৌথভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) শোয়াইব আহমাদ খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের এই আয়োজন নারীর ক্ষমতায়নকে দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে উদ্যাপন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষতা উন্নয়নে নারীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিনে জেন্ডার-সেন্সিটিভ সক্ষমতা ভিত্তিক প্রশিক্ষণ, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং সুবিধাবঞ্চিতদের সমান সুযোগের ওপর গুরুত্ব আরোপ করে ইন্টারঅ্যাকটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়, যা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়নের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। অনুষ্ঠানে ৪৫০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।