বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৬

ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: বাসস

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে যান তিনি। এসময় অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। উপাচার্য তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রুটিন দায়িত্বে নিয়োজিত সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলীসহ ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।