বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৯:০৩

জয়পুরহাটে আড়াইলাখ শিশু টাইফয়েড টিকার আওতায় আসবে

জয়পুরহাটে আড়াইলাখ শিশু টাইফয়েড টিকার আওতায় আসবে। ছবি : বাসস

জয়পুরহাট, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় এবার টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় আড়াইলাখ শিশু- কিশোরকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।

আজ সোমবার বেলা ১১ টায় ইউনিসেফের সহযোগিতায় জেলা তথ্য অফিস ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মো. আল মামুন। 

বিশেষ অতিথি ছিলেন জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমান, ঢাকার গণযোগাযোগ অধিদপ্তরের (তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়) সহকারি পরিচালক (মহিলা ও সমন্বয়) মাসরিয়াত জাহান বর্ষা, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইব্রাহিম মোল্লা সুমন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।