বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৯:২৩

বান্দরবানে সেরা পৌর করদাতা সম্মাননা

ছবি: বাসস

বান্দরবান, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ বান্দরবান পৌরসভার সেরা পৌরকর দাতাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে পৌরসভার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ অনুষ্ঠানে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা মো. নুরুল আমিন চৌধুরী আরমান এবং প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ২০২৪- ২০২৫ অর্থবছরে বান্দরবান পৌরসভার সেরা করদাতা হিসেবে ১০ জনকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার সেরা করদাতা ও স্থানীয় সংবাদিকরা উপস্থিত ছিলেন।