বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৯:২১

নাটোরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ বিতরণ

ছবি : বাসস

নাটোর, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার লালপুর উপজেলায় আজ অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮ টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ ও গৃহমঞ্জুরীর অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান জানান, অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে ২৯ বান্ডিল ঢেউটিন ও গৃহমঞ্জুরীর সহায়তা বাবদ ৮৭ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।