শিরোনাম
শরীয়তপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ টাইফয়েড রোগের ভেকসিন ক্যাম্পেইন সফল করার জন্য সকলে সহযোগিতার আশ্বাস দেন।
শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭৩ হাজার ৫৫১ জন ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ২৯ হাজার ৩০৬ জনসহ মোট ৪ লাখ ২৮ হাজার ৫৭ জনকে টিকা এ দেয়া হবে। ১২ অক্টোবর হতে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।
জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান।
এতে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।