শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মণ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সূচনা বক্তব্যে রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন।
আরও বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার সরকার, জেলায় ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, এ বছর জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী চারলাখ ৯৭ হাজার পাঁচশ’ জনকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এসময় টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়।