শিরোনাম
টাঙ্গাইল, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : টাঙ্গাইলের সখিপুরে নকীল বিলে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বহেড়াতৈল ইউনিয়নের প্রশাসক ওয়াশীম মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সখিপুর ইউএনও আব্দুল্লাহ আল রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নকীল বিলে অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।