শিরোনাম
শেরপুর ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুর দেড়টায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যাললের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সরদার মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য সবাইকে সচেতন হতে হবে। গ্রামে যেসব বহুতল ভবন গড়ে উঠছে, সেগুলো অবশ্যই আইনের আওতায় নির্মাণ করতে হবে। কৃষিজমি নষ্ট করে উন্নয়ন করা হলে কৃষি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে।