শিরোনাম
লালমনিরহাট, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দুটি গ্রামের ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে এসব বিতরণ করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। প্রতি পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, একবান ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট এ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাযহানুর রহমান।
এর আগে জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন, জামায়াতের জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও উপজেলা আমির মাওলানা রুহুল আমিন।
উল্লেক্ষ্য, গত রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ভোটমারী ইউনিয়নের মধ্যশ্রতিধর ৮ নম্বর ওয়ার্ডে আকস্মিক ঘূর্ণিঝড়ে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়।