শিরোনাম
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাহ খলিল সম্ভাবনাময় বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছেন।
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম রোববার মালেতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী খলিল ড. নাজমুল ইসলামকে অভিনন্দন জানান এবং মালদ্বীপের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
উভয়পক্ষ শিক্ষা, বাণিজ্য ও সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিকভাবে লাভজনক নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে মতবিনিময় করেন। দুই কূটনীতিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে সংহতি ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎকালে মন্ত্রী খলিলের সঙ্গে ছিলেন সচিব আমিনাথ শাবিনা, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ড. মোহাম্মদ ফাহমি হাসান, অতিরিক্ত সচিব আমিনাথ আব্দুল্লাহ দিদি এবং রাজনৈতিক পরিচালক মোহাম্মদ আজকান আশরাফ।