বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ১৪:০২

বাউফলে ইলিশ রক্ষা অভিযানে জাল জব্দ ও জরিমানা আদায়

বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের জাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। ছবি : বাসস

পটুয়াখালি, ৬ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার বাউফলে মা ইলিশ রক্ষায় দিনভর অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের জাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইলিশ মাছগুলো মসজিদ মাদ্রাসায় দান করে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে গতকাল দিনভর তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করে।  

উপজেলা প্রশাসনের তথ্য মতে, অভিযানকালে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়। এছাড়াও জেলে আনিস মৃধা (৩০), সজিব মোল্লা (১৮) ও ইমরান হোসেনকে (২২) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হাসান মিলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনএন পারভেজ, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকারসহ নৌপুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা প্রতিদিন নদীতে অভিযান চালাচ্ছি। উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং মৎস্য অফিস চোখ, কান খোলা রেখে তৎপর রয়েছেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।