বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ২০:৩৯

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ৫ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ রাস্তা পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী বাসের চাপায় সেলিনা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিনা বেগম জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা মোড় এলাকার সারবান আলীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জামতলা মোড়ে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন সেলিনা বেগম। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আমনুরাগামী একটি যাত্রীবাহী বাস সেলিনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, নিহত সেলিনা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।