শিরোনাম
রাজশাহী, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’-স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ রোববার নগরীর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সভায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা ও জাতি গঠনে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।