শিরোনাম
বগুড়া, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার গাবতলী উপজেলায় আজ বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে জেলার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যমারছে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালি বেগম জেলার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যমারছে গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঝড়-বৃষ্টি হচ্ছিল। ওই সময় শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। একপর্যায়ে আকষ্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।