বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন বিষয়ক সেমিনার 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে নিরাপদ মাছ উৎপাদন ও বিপণনে মৎস্যজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জের আয়োজনে আজ রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নূর। তিনি নিরাপদ মাছ উৎপাদন ও বিপণনের জন্য আধুনিক কৌশল এবং মৎস্যজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মৎস্য চাষী মো. দারু মিয়া।

এ সময় বক্তারা বলেন, হাওরাঞ্চল খ্যাত জেলা সুনামগঞ্জেও মাছের সংকট। কাগজে কলমে মাছের উৎপাদন বাড়লেও মাছ মিলছে না হাওরে। এই সংকট দূর করতে হলে প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে হবে। নিরাপদ মাছ উৎপাদনের জন্য পরিবেশবান্ধব পদ্ধতি, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াকরণ এবং বিপণনে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন তারা। 

আরও বলেন, অবাধে মৎস্য শিকার ও অবৈধ জাল দিয়ে মৎস্য শিকার বন্ধ করতে হবে। 

সেমিনারে মৎস্যজীবীদের প্রশিক্ষণ, সরকারি সহায়তা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী, মাছ চাষি, ব্যবসায়ী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।