বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৮

সাতক্ষীরায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা 

সাতক্ষীরায় শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা । ছবি : বাসস

সাতক্ষীরা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘শিক্ষাকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ রোববার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা শিক্ষা কর্মকর্তা মুফতি আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.  রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মো. আমানুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আখতারুজ্জামান, সিলভার জুবলি সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয়ে কন্টেন্ট উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। 

অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন, কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী, কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান।