শিরোনাম
সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলা প্রশাসনের আয়োজনে জেলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
'শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি' এই প্রতিপাদ্যে আজ রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তাপস শীল, উপ-পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, লবজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সুনামগঞ্জ এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
এদিকে তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক।
বড়দল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মো. নুরুল হুদার পরিচালনায় এছাড়াও বক্তব্য দেন, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, প্রমুখ।