বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১৪:৪৬

সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা 

সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।

কর্মশালায় আলোকচিত্রের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, ডাউকি ফলট এবং সুনামগঞ্জে ভ’মিকম্পের সম্ভাবনা রয়েছে। তার কারণ, সুনামগঞ্জ জেলা দেশের ভ’মিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত যা ডাউকি ফল্টের অতি নিকটবর্তী। ১৯১৮, ১৯২৩ এবং ১৯৯৭ সালে এই অঞ্চলে বড় ভ’মিকম্পের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ভ’মিকম্প প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা হয়েছে যা কমিউনিটি ভিত্তিক ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এ জন্য জনসচেতনতা ও প্রশিক্ষণের বিকল্প নেই।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সমর কুমার পালের সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ, এলজিইডির সহকারি প্রকৌশলী অনুপম দেব রায়, সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।