বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১৪:০৫

রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু

রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ছবি: আইএসপিআর

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাসায়নিক দুর্যোগে হাসপাতালের প্রস্তুতি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এর পরিকল্পনায় এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর বাস্তবায়নে পাঁচদিন ব্যাপী এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ঢাকায় গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রত্যক্ষ তত্তাবধানে এই কর্মশালায় বাংলাদেশসহ এশিয়ার ১০ টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশগ্রহণ করছে।

রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জরুরী চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে দেশব্যাপী হাসপাতালসমূহের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য।

প্রশিক্ষণের ব্যবহারিক ক্লাসসমূহ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে জরুরী হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণ মুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সেকেন্ডারি কন্টামিনেশন প্রতিরোধ শীর্ষক বিষয়াবলী গুরুত্ব পাবে।

কর্মশালায় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এতে আরো উপস্থিত ছিলেন দেশ-বিদেশের অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ।