বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ১০:২১

বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে বিএনপির উপহার বিতরণ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে বিএনপি। ছবি: বাসস

বান্দরবান, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার এ আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বান্দরবান পার্বত্য জেলা শাখা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বান্দরবান জেলা আহ্বায়ক জগদীশ বড়ুয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ চৌধুরী ও সদস্য সচিব মিথুন কান্তি দাশ।

এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রূপন কান্তি দাশ, মংসিনু মার্মা, প্রসেনজিৎ বড়ুয়া ও ঊষান কান্তি তংচংঙ্গা।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচিং মার্মা অনু, রাজীব কর, উমেচো মার্মা, চিংশৈপ্রু মার্মা ও খ্যয় থোয়াই মার্মা প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।