বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ২২:১৮

আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়

ছবি : বাসস

পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা ইউনিটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।

আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আকন, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম, অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবুসহ আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আইনজীবী ফোরামের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।